কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র-র অনুষ্ঠান
কলকাতা ; ১৭-০৮-২০১৮ ; আই-সোসাইটি নিউজ // গত ৬ আগস্ট পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি-র জীবনানন্দ সভাঘরে অনুষ্ঠিত হল " অধ্যাপক প্রবীরকুমার হুই স্মারক বক্ত্রিতাঃ ২০১৮" । ' বহুভাষিক ভারতবর্ষ ' বিষয়ে বক্তব্য রাখেন অধ্যাপক মহীদাস ভট্টাচার্য । অনুষ্ঠানটির আয়োজক ছিলেন কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র, টেমার লেন, কলকাতা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন