Sunday, September 9, 2018

সমিধ পত্রিকার এমদাদ উল হক স্মরণসংখ্যা প্রকাশ পেতে চলেছে । বাংলা-৬১৩ । ০৯-০৯-২০১৮

সমিধ পত্রিকার এমদাদ উল হক স্মরণসংখ্যা প্রকাশ পেতে চলেছে


৯ সেপ্টেম্বর রবিবার বহরমপুর সাংবাদিক সংঘ সভাঘর-এ প্রয়াত কবি ও সম্পাদক এমদাদ উল হক স্মরণসন্ধ্যা অনুষ্ঠানে সমিধ পত্রিকার এমদাদ উল হক স্মরণসংখ্যা প্রকাশ পেতে চলেছে।বিকাল ৪-৩০।এই সংখ্যার প্রচ্ছদ অঙ্কন করেছেন কবি নাসের হোসেন । উপস্থিত থাকবেন প্রভাত চৌধুরী যূথিকা চৌধুরী প্রমুখ ।

No comments:

Post a Comment

অভাবী পেটের কথা তপন মণ্ডল অলফণি

অভাবী পেটের কথা তপন মণ্ডল অলফণি খিদেগুলো বড্ড বেশি করে বাসা বাঁধছে আমার অভাবী পেটে / বাঁহাতি যোগ্যতায় লাল ফিতের বাঁধনে হলুদ সার্টিফিকে...