Sunday, September 16, 2018

কলকাতার কফিহাউসে আই- সোসাইটি দিবসের আড্ডা । বাংলা । ১৬-০৯-২০১৮


কলকাতার কফিহাউসে আই- সোসাইটি দিবসের আড্ডা কলকাতা ; ১৬-০৯-২০১৮ ; আই-সোসাইটি নিউজ ।। গত ১৫ সেপ্টেম্বর শনিবার কলকাতার কফিহাউজে অনুষ্ঠিত হল আই-সোসাইটির সাপ্তাহিক সাহিত্য-আড্ডা । প্রযুক্তি, যোগ ও কবিতার মেলবন্ধনে আনন্দময় জীবনের প্রচারের জন্য সপ্তাহের শনিবার দিনটিতে আই-সোসাইটি দিবস পালন করা হয় । হয় আড্ডা, গান, কবিতাপাঠ, অনলাইন লাইভ, এম-কোলাজ চর্চার কর্মশালা ইত্যাদি । গতকাল কফিহাউসের এই আড্ডায় আড্ডা চা-কফি-খাওয়াদাওয়ার ফাঁকেই চলে "রেডিও আই-সোসাইটি ইন্টারন্যাশনাল''-এর ফেসবুক লাইভ । লাইভে কবিতা পড়েন তাপস রায় সুশীল পাঁজা অলোক বিশ্বাস প্রমুখ । শান্তিময় মুখোপাধ্যায় শোনান তাঁর বাংলাদেশ সফরের অভিজ্ঞতার কথা । শেষের দিকে বাংলা কবিতার বিবর্তনে আই-সোসাইটির ভূমিকা তথা আই-চিন্তন, কাব্যযোগ ইত্যাদি কনসেপ্ট নিয়ে বিস্তারিত আলাচারিতা চলে প্রেমাঙ্কুর মৈত্র এবং সৌমিত্র রায়-এর মধ্যে । উপস্থিত ছিলেন সমরেশেন্দু বৈদ্য প্রগতি মাইতি স্বপন শর্মা প্রমুখ । No comments:

Post a Comment

পূরবী-৩৬ || অভিজিৎ চৌধুরী || ধারাবাহিক উপন্যাস

পূরবী(৩৬)  অভিজিৎ চৌধুরী। হুগলির গঙ্গা আর মা যে"ন মিলেমিশে রয়েছে তীর্থের স্মৃতির খাতায়।এখন খুব বিতর্ক হচ্ছে কোন ভাষা ক্লাসিকাল তা নিয়ে।...