সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮

কাঁচকলা খাও গোপেশ দে । বাংলা-৬২১ । ১৭-০৯-২০১৮

কাঁচকলা খাও
গোপেশ দে

চলছে ভালোই
মেজাজ চড়া-
মাথায় ওঠা ফারেনহাইট
উষ্ণ তপ্ত রোদের মত।
রোদের ঘরে আমার আবাস
সুবাস ছড়ায় জানলা জুড়ে
দুখের সুবাস বেজায় কড়া
ভোম্বল বাবু ক্যাবলা কবি
মেজাজ দেখায় মেল্যানকোলির
মফস্বলের পিঠে ফোঁড়া
ঘুমের ঘরে একলা যখন।
তোমার রাগটা ফুলন দেবীর
মাপ চাওয়াটাও অভিনয় হয়
অভিমানের স্টেজেতে।
আমার মনটা বেজায় কালো
ভোম্বল বাবু ক্যাবলা ছবি
কাঁচকলা খাও ভেড়া হয়ে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...