Saturday, November 3, 2018

রঙিন/সংস্কৃতি ব্যানার্জী

রঙিন/সংস্কৃতি ব্যানার্জী
-------------------------

কত আয়োজনে মোমবাতি পুড়ছে
আলোর ভেতর আলোয় ,গুড়ো অন্ধকার
লোপাট হতে হতে…জড়ো হচ্ছে ফেনা।
মুঠোতে শুধুই সতর্কবাণী!
হোঁচট সামলে তানপুরায়

ঝড় উঠছে.…No comments:

Post a Comment

অভাবী পেটের কথা তপন মণ্ডল অলফণি

অভাবী পেটের কথা তপন মণ্ডল অলফণি খিদেগুলো বড্ড বেশি করে বাসা বাঁধছে আমার অভাবী পেটে / বাঁহাতি যোগ্যতায় লাল ফিতের বাঁধনে হলুদ সার্টিফিকে...