Tuesday, October 30, 2018

গোপেশ রায় । 1

কবিতা
আর এক সময়
- গোপেশ রায় ।
যে সময়ে কামনা বাসনারা
ক্লান্তির জাল বোনে পরমতায় -
সুপ্তির মায়াবনে মাদুর পাতে বিহঙ্গ
তখনইতো, ভালোবাসার অদ্ভূত নক্সিকাঁথায়
আলপনার জল ছড়ায় রহস্যময় গল্পগাথা ।
যে গ্লপের নায়ক আছে নায়িকা আছে
আছে চাউমিন খাওয়া বিকেল গোধূলি
বাসন্তী রং বাতাস, আছে প্রথম দর্শন
প্রথম কথার লজ্জা জড়ানো বিন্ম্রতা
দীঘল চোখের অবাক বৈভবমালা ।
কামনার স্বেদবিন্দু ঝরানো রাত
নিঃশব্দে ফরসা হতে হতে ওঠে নূতন সূর্য,
সেতো জানেনা পুরাতন সময়ের কথা
দুঃখ কথা বেদনার ব্যথা, শোক সন্তাপের গাথা
আনন্দ, জয়, বিজ্‌য় পরাজয় কার
কতোটুকু ছড়ানো কিংবা জড়ানো -!
সে নিত্য নূতন জানে না অতীত
সে আসে এবং যায় -
এসময়ে সুগন্ধি তরলে স্নান করে
স্বপ্ন-সুন্দরি ।
উষার অঙ্গনে ওঠে ঝর্ণাভাঙা গান
শুরু হয় নিখিলের বার্তা দিতে
আর এক সময় ...

No comments:

Post a Comment

শীলাবতী অববাহিকার ইতিহাস ও কৃৃৃৃষ্টি || মঙ্গলপ্রসাদ মাইতি || প্রতি সোমবার

শীলাবতী অববাহিকার ইতিহাস ও কৃৃৃৃষ্টি মঙ্গলপ্রসাদ মাইতি ৫|| শীলাবতী অববাহিকা কৃষির দিক দিয়ে যেমন বেশ উন্নত, তেমনি সংস্কৃতির দিক দিয়েও ...