সোমবার, ৫ নভেম্বর, ২০১৮

লাশের উপর জাতি গঠন হয় না। ।। শৈলেন দাস।।

লাশের উপর জাতি গঠন হয় না।

।। শৈলেন দাস।।

লাশের উপর জাতি গঠন হয় না।

নিজেদের অস্তিত্ব সুরক্ষিত করতে
অন্যকে মেরে ফেলার ভাবনা
মানবিকতার পরিপন্থী
সভ্য জাতি তা প্রত্যাখ্যান করবেই
বুলেটের শাসনে কারও মঙ্গল হয়না।

বিভেদের বীজ বিকশিত
লোহিতে মিশছে  রক্তের স্রোত
জঙ্গল থেকে বেরিয়ে আসছে হায়না
খিলঞ্জীয়া ভাবনায় উদ্বেল
অ-সম ভূমিতে আজ আর কেউ
'মানুষ মানুষের জন্য' এই কথা কয়না!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...