শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

কবিতা || বিজ্ঞান জিতবেই || কমল কৃষ্ণ কুইলা

বিজ্ঞান জিতবেই
 কমল কৃষ্ণ কুইলা

বিজ্ঞানের সঙ্গে যুদ্ধে আজ
জীবাণু জিতেই যাচ্ছে
তাইতো দেখি বিশ্ব জুড়ে
রোজই মানুষই মরছে।

অর্থ ক্ষমতা মূল্যহীন আজ
ঈশ্বর যে অসহায়
ল্যাবরেটরিতে বিজ্ঞানীরা
তাই মগ্ন গবেষণায়।

সারাবছর ঐ ধর্মস্থানে
দেখি লক্ষকোটি ভিড়
মহামারীর এই দুর্দিনে
বল ধর্ম কেন স্থির!

আমজনতাকে ঢপ দিয়ে
কামিয়েছে কোটি টাকা
মহামারীর এই দুর্দিনেতে
তাদের কি পকেট ফাঁকা!

সরকারের কেন মুখে কুলুপ
রহস্য জানতে চাই
অর্থদানের নির্দেশিকায়
কিন্তু বাঁচবে সবাই।

জীবাণু ঠিক ধ্বংস হবে
মানুষেরা হাসবেই।
যুদ্ধ যতই কঠিন হোক্
বিজ্ঞান জিতবেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...