সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

অণুগল্প || মহালয়ার ভোরে || জয়ন্তী মন্ডল

মহালয়ার ভোরে
জয়ন্তী মন্ডল

 সবুজ রঙের ওড়নাটা খুব যত্নে ভাঁজ করে টেবিলটাই রেখে দিল অরুন্ধতি।
 অরুন্ধতীর বাবা রামশঙ্কর বাবু গঙ্গাসাগর মেলা থেকে ওড়নাটা এনে দিয়েছিলেন অরুন্ধতীকে। সেবার রামশঙ্ক বাবু গঙ্গাসাগর মেলার ডিউটি থেকে ফিরে এসে বললেন,
 এবার মেলায় এত ডিউটির চাপ ছিল তোর জন্যে কিছু কিনতে সময় পায়নি।
 এই ওড়নাটা এক গুজরাটি মহিলা তর্পণের দিন হাতে আমার হাতে বেঁধে দিয়েছিলেন। সেটাই তোর জন্যে এনেছি। ওড়নাটার সঙ্গে ম্যাচ করে এবার পুজোয় তোকে একটা সালোয়ার কিনে দেবো। 
 অরুন্ধতী ওড়নাটা হাতে নিয়ে খুব খুশি হয়ে বলল, ওড়নাটা কিন্তু দারুণ দেখতে বাবা।
 তারপর ওড়নাটার দুধার বেশ সুন্দর করে সেলাই করে নিয়ে তুলে রেখে দিল আলমারিতে।
 আজ তাড়তাড়ি শুয়ে পড়ল অরুন্ধতী। কাল ভোর উঠতে হবে।
 অফিস, বাড়ির কাজ, ভোরে তর্পণের জোগাড়। এত কাজের ক্লান্তিতে শুতে না শুতেই ঘুমে অচৈতন্য।   
অরুন্ধতী।
কে যেন ডাকল!
 অরুন্ধতী!
ও মা! বাবা!
একটু বললেই তো পারতে। তোমার জামাইকে পাঠাতাম। শুধু শুধু কষ্ট করতে গেলে।
এ আর কী ব্যাপার মা। ট্রেন থেকে নেমে মিনিট দশেক হাঁটলেই তোদের বাড়ি। আজকাল তো হাঁটাই হয় না।
কিন্তু বাবা। কাল ভোরে তোমার তর্পণ। আবার কষ্ট করে আজকেই তোমায় বাড়ি ফিরতে হবে।
রামশঙ্কর বাবু বললেন, ওড়নাটার সঙ্গে ম্যাচিং করে সালোয়ারটা কেনা হয়নি। তাই আজ কিনে নিয়ে এলাম। সে বছর এমন হল যে পুজোয় তোর নতুন জামা কেনাই হল না। তাই এ বছর আর দেরি করতে চাই না। মহালয়ার আগেই কাজটা সেরে ফেলতে চাই।
অরুন্ধতী ভাবে ……সে বছর কি হয়েছিল যে বাবা ওর জন্যে নতুন জামা কিনতে পারেনি। আবার মনে করার চেষ্টা করে কি হয়েছিল?
মনে একটা ভীষণ কষ্ট চেপে বসে। কিছু মনে করতে পারে না। মায়ের কাছে ছুটে যায় জিজ্ঞেস করতে। শত চেষ্টা করেও পা যেন গড়াচ্ছে না। দূর থেকে মাকে ডাকে, মা!
ও মা!
পরিতোষ অরুন্ধতীর মাথায় হাত রাখে।
বলে, শরীর খারাপ লাগছে অরুন্ধতী? মাকে ডাকছ কেন?  উঠে বোসো। একটু জল খাবে। বলে তাড়াতাড়ি খাট থেকে নেমে জল আনতে যায় পরিতোষ।
অরূণধুতি ধড়ফড় করে উঠে বসে। চোখ চলে যায় টেবিলটার দিকে। সবুজ ওড়নাটা ভাঁজ করা যেমন কার তেমন বিছানার পাশে টেবিলটার উপর রাখা আছে।
কোথায় বাবা! কোথায় পুজোর নতুন সালোয়ার। মনে পড়ে যায় বাবা সে বছর ওড়নার সঙ্গে ম্যাচ করে সালোয়ার কেনার আগেই স্ট্রোকে মারা গেলেন।
পরিতোষ তখন একগ্লাস জল নিয়ে দাঁড়িয়েছে ওর বিছানার পাশে।
অরুন্ধতী ভাবে, তবে কি গঙ্গাসাগর মেলায় কেনা ওড়নাটার সঙ্গে ম্যাচ করে সালোয়ারটা কিনতে পারেন নি বলে, বাবা প্রতি বছর মহালয়ার ভোরে আসেন ওর কাছে।

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...