লাজের ইতিহাস থেকে
সঞ্জয় চক্রবর্তী
আমি একটু পরেই মিথ্যের খোলস থেকে বোধিজ্ঞান নেব ।
সে আমার থেকে অভিমানী শীতমেঘ দূর ।
এই পৃথিবীর প্রেমে অনেকটাই অম্ল-মধুর
আমি, তুমি আর এই বটের মরিচঝাল একাকিত্ব ।
জানি সব নিয়মিত নয়, নতুন কিছু শুরু করা সুন্দরের মতো কিছুটা কঠিন, কিছুটা জলীয় ।
একটা পথের গন্তব্যে মড়া তার জীবিত হওয়ার সব ইচ্ছেকে বিসর্জন দিতে এলে,
পচা শরীরের ভেতর আত্মার অনুতাপ শোনা যায়,
তবুও সারাংশে পূর্ণতার বিবরণ শ্রেয় ।
ভয়ানকে কোনো নারী অথবা পুরুষ নগ্ন সম্পূর্ণ,
লাজের ইতিহাস থেকে আদিম সত্ত্বা হারিয়েছে ।
গুলবাহার সব মধুমক্ষিকার সৌভাগ্যের চাবিকাঠি,
ওখানেই প্রজন্ম নতুন পৃথিবীকে বিন্যস্ত হতে শেখায়,
শিক্ষা পেয়েছে দেবদ্যুতি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন