মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

অণুগল্প || দেশ || সোমনাথ বেনিয়া

অণুগল্প

দেশ
সোমনাথ বেনিয়া

- দাদু আমরা যে এই দেশে বেড়াতে এলাম, এখানে দেখছি সবাই মাথা নিচু করে হাঁটছে। কেন বলতে পারবে!
- ঘুরতে আসার আগে পড়াশোনা করে জেনেছি, এটা নাকি এই দেশের নাগরিকদের সহবত। সেটা আবার সংবিধানে উল্লেখ আছে।
- সংবিধানে আছে! সহবত তো সহজাত ব‍্যাপার। তার আবার সংবিধান কী?
- আসলে সংবিধানটা মূলত বন্দুকের সংবিধান।
- বন্দুকের সংবিধান!
- হয় তো। তাই তো সবাই মাথা নিচু করে হাঁটছে। আমরাও হাঁটছি।
- খোলসা করে বলবে আসল কথা কী?
- বলছি শোন, কাউকে বলিস না, আসলে এখানে যারা প্রশাসনে বসে আছে তাদের সবার মুণ্ডু কাটা মানে মাথা নেই! তাই হাতে বন্দুক ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...