মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

কিছু বই, কিছু কথা আজ প্রসঙ্গ ~ অগ্নিঋষি লেখক~ অভিজিৎ চৌধুরী

কিছু বই, কিছু কথা
আজ প্রসঙ্গ ~ অগ্নিঋষি
লেখক~ অভিজিৎ চৌধুরী


অগ্নিঋষি এক অগ্নিময় পর্বের ইতিহাস।যখন এই উপন্যাস লিখি তখনও ভাবতেও পারিনি, আমি চাকরিসূত্রে বিপ্লবের আঁতুরঘর মেদিনীপুর জেলায় আসব।১৯০৮ এ আলিপুর বোমার মামালার রায় এবং হেমচন্দ্র, বারীন,উল্লাসকরদের কালাপানি যাত্রা,অরবিন্দ ঘোষের অলৌকিক মুক্তি ও এক নতুন আলোকিত পথে যাত্রা দিয়ে উপন্যাসের পরিসমাপ্তি।সি আর দাশের অনন্য সওয়ালও পাঠককে অভিভূত করবে।আত্মিক বীক্ষণ নাকি সহিংস আন্দোলনের ঋত্বিকের স্বেচ্ছাকৃত আত্মগোপন- এই বিতর্কিত ও দ্বান্দ্বিকতার আবর্তে লেখক যাননি।সময়কে লিপিবদ্ধ করা কল্পনাকে সংহত করে এই উপন্যাসের বৈশিষ্ট্য। যুগশঙ্খের রবিবারে পাতায় সাড়ে সাত মাস ধারাবাহিকভাবে বের হয় অগ্নিঋষি।অগণ্য পাঠক পাঠ- প্রতিক্রিয়া জানাতেন।জানাতেন রানাঘাট থেকে অনেকটা দূরের কানুবাবু।অগ্নিঋষি তাঁর কাছে জীবনবেদ- এমনটাই বলেছেন তিনি লেখককে।ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময়কে মিথ্যে করে দিয়ে এই প্রণম্য পাঠক হয়তো লণ্ঠনের আলোয় পাঠ করতেন অগ্নিঋষি।অগ্নিঋষির পাঠকদের কাছে লেখক আবার নতজানু হলেন।পুনশ্চে অভিজিৎ চৌধুরীর দ্বিতীয় উপন্যাস।প্রথমটি ছিল কিশোরদের জন্য।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...