Friday, May 8, 2020

আটপৌরে কবিতা || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ

আটপৌরে কবিতা 
নীলাঞ্জন কুমার 

১২৬.

হাই/ হ্যালো/ বাই
   ) আদব  (
এই সময় এই সম্ভাষণ ।

১২৭.

গ্রাস/ গ্রহণ/ শোষণ 
    ) মতলব  (
ধরা পড়ে যায় ঠিক ।

১২৮.

সুধী/ স্থিতধী/ সুজন 
    ) শ্রদ্ধেয়  (
যত ভাবি আনন্দ জাগে ।

১২৯.

ভ্রমণ/ পর্যটন/ পথিক 
    )অন্যরকম  (
জীবন কখনো কখনো খোঁজে ।

১৩০.

ভারচুয়াল/  দেখা/ তৃপ্তি
       )আহ্লাদ  (
ছুঁয়ে যায় বুকের ভেতর ।

No comments:

Post a Comment

সবাই মিলে সিনেমাহলে~ ৩ || কান্তিরঞ্জন দে || প্রতি শনিবার

সবাই মিলে সিনেমাহলে~ ৩ কান্তিরঞ্জন দে সিনেমাকে  বই  বলবেন  না , প্লীজ। কারণ , দুটো সম্পূর্ণ আলাদা জিনিস ।        আপনি কি আপেলকে ...