Friday, May 8, 2020

প্রাকৃতিক নির্বাসন || স্বরূপ মুখার্জ্জী || কবিতা

প্রাকৃতিক নির্বাসন
স্বরূপ মুখার্জ্জী

রাস্তার পাশে ঘর

হট ডাইলিউট স্যুপ
শারীর বৃত্তীয় শুষ্ক মৃত্তিকা

     হটস্পট
         টেস্টক্রস

আজ্ঞাবহ নিউরোন

নৈঃশব্দের প্রতিধ্বনি প্রভুগ্রন্থির পরাজয়

ক্রোমোজোমের মন্থরগতি
প্রাকৃতিক নির্বাসন

জৈবিক নাইট্রোজেন বাড়ির নীচে পৃথিবী

No comments:

Post a Comment

বিশ্বজিৎ || ঘোড়া || কবিতা

  বিশ্বজিৎ ঘোড়া তুমি বরাবর শিক্ষা নিতে ভালবাসো।শিক্ষার ভেতরেও একটা শিক্ষা থাকে।অচেনা গলির ঘ্রাণ... রক্ত আছে মাংস আছে তুমিও বোঝ নদী কীভাবে বা...