শুক্রবার, ২২ মে, ২০২০

গান || জয়ন্ত চট্টোপাধ্যায় || কবিতা

গান
জয়ন্ত চট্টোপাধ্যায়


সবুজের সিঁড়ি পাহাড়ে আলো ধুয়ে দেয় জলেরা
সোনাস্মৃতি জমা পকেটে হায়েরোগ্লিফিক ছন্দ।
নুড়িরা ঘুমিয়ে ঠাণ্ডা কানাকানি হবে সন্ধ্যায়
সূর্য আসর পেতেছে বৈঠকি গায় গোধূলি
চিকচিক করে মণিদুই নামছে গভীরে নামছে।
বাকি কথাগুলি নাইখোঁজ উধাও এ বোকা আঙুলে।
ভাণ্ডার জোড়া খাঁখাঁ তাকে খনি বলে জানতাম
মুক্তোমানিক হারিয়ে খালিবুকগুলো ধুঁকছে
স্বপ্ন বেবাক ভণ্ডুল চারণভূমিতে মুখ দিই
সবুজ চাদরও নির্মম বুকটা যে তবু টানটান!
এখানে যে গান গাইতো কত হাওয়া বাজা পালকে
চঞ্চুতে লাগা সুরগুলি বাতাস মাতিয়ে রাখতো।
যারা চলে যায় সামনে পিছনে ফেরে না একবার
নতুন বসতে আটকায় স্মৃতিগুলো রাখে সাজিয়ে
মন ফিরি ফিরি করে তো প্রকাশ না পেলে ক্ষতি কী?
সাজিয়ে রাখা সে কফিনে পিরামিড ঠিক রাখবে।
ভাবিকাল এসে খুঁজবে কত রং আছে লুকিয়ে
সেই তারা খুঁড়ে দেখবেই কত সুর ছিলো জমানো।



1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...