Sunday, May 17, 2020

সব কিছু ভুলে যেতে চাই || সোমনাথ বেনিয়া || কবিতা

সব কিছু ভুলে যেতে চাই 
সোমনাথ বেনিয়া

সব কিছু ভুলে যেতে চাই গালে হাত রেখে
যতটা হাওয়া দিক, নড়ুক গাছের পাতা, সুন্দরী টব
সারা দিনের পিপাসা সূর্য ডুবে গেলে চিৎকার করে
পাতা, ফুল, ফল শিকড়ের অপত‍্যস্নেহের সংসার
জল আসে ভাঙা মগে, ফুটো দিয়ে ঝরে রাখে পথের চিহ্ন
এই ফাঁকে কিছু বুলবুল, সাদা বক, হাততালিতে ওড়ে পায়রা
মেয়েটি ওপারের ছাদে কাপড় তুলতে আসে
আবার ভুলে যেতে চাই সব কিছু তাকে দেখে
সন্ধ‍্যার এক দোষ, ঝুপ করে নামে
আকাশের গা গুলিয়ে ওঠে শুকতারা, নক্ষত্রমণ্ডলী
শিরদাঁড়ার ভিতর দিনের ক্ষরণ রেখে সিঁড়িতে রাখি পা
জানি না আবার কবে স্মৃতি বিকল হবে
উড়ন্ত আঁচল ধরে বলবো সব কিছু ভুলে যেতে চাই
হোক সে হৃদয়, নুড়ি
গড়াতে-গড়াতে বেদনার সুর রেখে যাবো নদীর স্রোতে
ভালো থাকতে-থাকতে বুঝে নাও বিরহ অভিধান
পুরো অভিধান ভুলে যেতে চাই, হতে চাই বোবা
ঈশ্বর শব্দ হয়ে আসুক আমার নীরবতার খোঁজে ...

No comments:

Post a Comment

বিশ্বজিৎ || ঘোড়া || কবিতা

  বিশ্বজিৎ ঘোড়া তুমি বরাবর শিক্ষা নিতে ভালবাসো।শিক্ষার ভেতরেও একটা শিক্ষা থাকে।অচেনা গলির ঘ্রাণ... রক্ত আছে মাংস আছে তুমিও বোঝ নদী কীভাবে বা...