শুক্রবার, ১ মে, ২০২০

আটপৌরে কবিতা || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ

আটপৌরে কবিতা 

নীলাঞ্জন কুমার 

৯১.

রন্ধন/  ব্যন্জ্ঞন / রসনা 
      ) আহারাদি  (
অদ্ভুত মুহূর্ত নিয়ে আসে।

৯২.

হাত/ অস্ত্র/ বরাভয়
  ) দেবতা  (
দুই হাত নমস্কারে  ওঠে ।

৯৩.

পাতা/ সবুজ/  আলোক 
) স্লালোকসংশ্লেষ  (
কি করে দেহ বাঁচায় ।

৯৪.

কাগজ/ কলম/মন 
    )সৃজন  (
আয় বেঁধে বেঁধে থাকি ।

৯৫.


কান্না/  হাহাকার/ শোক 
          ) মৃত্যু  (
সুখ কোথায় হারিয়ে যায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...