অণুগল্প
বিচার
সোমনাথ বেনিয়া
একটি অণুগল্প লিখে জয়কে ফোন কোরে অনিমেষ জানায় যে জয়দের পত্রিকার পূজা সংখ্যার জন্য লেখা রেডি এবং আগামীকাল অফিস থেকে বাড়ি ফেরার পথে তাকে হাতে-হাতে দেবে। জয়ও সম্মতি দিলো। এরপর যখন পত্রিকাটি প্রকাশিত হয়ে অনিমেষের হাতে এলো, অনিমেষ সম্পাদকের নাম দেখে রাগে ফেটে পড়লো। রুমা! রুমা পত্রিকা সম্পাদনা করেছে, যে কিনা সদ্য বিবাহবিচ্ছেদ শেষে দাঁড়িয়ে থাকা অনিমেষের বউ। অনিমেষ তখনই জয়কে ফোনে জিজ্ঞাসা করে
- আগে বলিসনি কেন যে রুমা এই পূজা সংখ্যা সম্পাদনা করছে। তাহলে কখনই লেখা দিতাম না।
জয় বললো
- আগেই তো তোকে বলেছিলাম!
- কী বলেছিলি?
- বলেছিলাম, রুমাকে বিয়ে করিস না ...
বিচার
সোমনাথ বেনিয়া
একটি অণুগল্প লিখে জয়কে ফোন কোরে অনিমেষ জানায় যে জয়দের পত্রিকার পূজা সংখ্যার জন্য লেখা রেডি এবং আগামীকাল অফিস থেকে বাড়ি ফেরার পথে তাকে হাতে-হাতে দেবে। জয়ও সম্মতি দিলো। এরপর যখন পত্রিকাটি প্রকাশিত হয়ে অনিমেষের হাতে এলো, অনিমেষ সম্পাদকের নাম দেখে রাগে ফেটে পড়লো। রুমা! রুমা পত্রিকা সম্পাদনা করেছে, যে কিনা সদ্য বিবাহবিচ্ছেদ শেষে দাঁড়িয়ে থাকা অনিমেষের বউ। অনিমেষ তখনই জয়কে ফোনে জিজ্ঞাসা করে
- আগে বলিসনি কেন যে রুমা এই পূজা সংখ্যা সম্পাদনা করছে। তাহলে কখনই লেখা দিতাম না।
জয় বললো
- আগেই তো তোকে বলেছিলাম!
- কী বলেছিলি?
- বলেছিলাম, রুমাকে বিয়ে করিস না ...
খুব ভালো
উত্তরমুছুন