Tuesday, May 12, 2020

আটপৌরে কবিতা || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ

আটপৌরে কবিতা 

নীলাঞ্জন কুমার 

১৪৬.

স্থির/ গ্রহ/সত্য 
   )ধ্রুবক (
যারা মানে তারা সমৃদ্ধ ।

১৪৭.

ঠান্ডা/ কাঁপন/ জমাট 
    )আড়ষ্ট  (
প্রাকৃতিক বৈচিত্র্য কে লঙ্ঘায় !

১৪৮.

গরম/ তাপ/ অস্থিরতা 
    )ছটফট (
করতে করতে সয়ে যায় ।

১৪৯.

রাগ/ ঘৃণা/ হিংসা 
   )অপমান  (
আঁতে ঘা পেলে হয় ।

১৫০.

আবাহন/ সম্ভাষণ/ বিনীত 
     ) ব্যবহার  (
সকলে এমনটি পেতে চায় ।

No comments:

Post a Comment

খাঁড়ি পথে ইচ্ছেপাড়ি ...২ || মধুছন্দা মিত্র ঘোষ || ভ্রমণকথা প্রতি বুধবার

খাঁড়ি পথে ইচ্ছেপাড়ি ...|| ভ্রমণকথা প্রতি বুধবার মধুছন্দা মিত্র ঘোষ  পর্ব -  ২ কুমারাকোম          ক্ষুরধার প্রকৃতি বিন্যাস আ...