বিশ্বদুনিয়ার নতুন কবিতা
রুদ্র কিংশুক
ক্রিস্টিন দিমিত্রোভা-র কবিতা
কবি ,উপন্যাসিক ও অনুবাদক ক্রিস্টিন দিমিত্রোভা (Kristin Dimitrova, 1963) -র জন্ম বুলগেরিয়ার সোফিয়া শহরে তিনি এই সময়ের একজন উল্লেখযোগ্য
বুলগেরিয়ান সাহিত্যিক। স্প্যানিশ ,জার্মান ,রাশিয়ান , রোমানিয়ান প্রভৃতি বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে তাঁর ছোটগল্প কবিতা এবং অন্যান্য রচনা ।
সাহিত্যকৃতির জন্য তিনি পেয়েছেন একাধিক পুরস্কার।
১. রেলগাড়িতে
রেলগাড়িতে
একজন বৃদ্ধ হাঙ্গেরিয়ান
মহিলা, সামনের
দাঁত নেই
আমাকে বললেন যে তাঁর
তিন ছেলের দু'জন
মারা গেছে
আর তার জ্যেষ্ঠ পুত্র পুত্র
এখন আমেরিকায়
এগুলো তার ফটো
এইটা আমার ছেলে
এইটা ওর পরিবার।
তিনি টান ছিলেন বুলগেরিয়ান
সিগারেট অথবা
বুদাপেস্ট থেকে আনা খুব লম্বা সিগারেট
বুখারেস্টে
আর তিনি বললেন:
এখন বাঁচার মতো আমার কিছুই নেই
এটা বললেন
সহজে নির্বিকারভাবে
দন্তহীনার সম্ভ্রম সহ।
২. তিব্বত
গোটা রাস্তা লণ্ঠন আকীর্ণ,
হাসছেন লামারা। পরস্পরকে আক্রমণ করছেন; ঠান্ডা আগুনের পাশে জড়ো হচ্ছেন ,
শরীরে আঙ্গুল দিয়ে মাখিয়ে নিচ্ছেন আগুন , চেটে খাচ্ছেন অগ্নিশিখা।
আমার দূরবর্তী ছায়াগুলি, বহুক্ষণ আমি হামাগুড়ি দিয়ে এগুচ্ছি তোমার দিকে,
টুকরো টুকরো ভাবে । কাউকে তো অবসাদের গা থেকে ছাড়িয়ে ফেলতে হবে খোসা ফেলতে হবে খোসা, দমন করতে হবে অভ্যাসকে ।
জানি আমিও একজন স্বাধীন মানুষ
কিন্তু আমি তা ভুলেই যাই।
৩. বর্ডার
আমার মেয়ে জিজ্ঞেস করল
আমি তার জন্য বাবলগাম এনেছি এনেছি কিনা ।
আমি বললাম আমার আনা হয়নি
কিন্তু আমি ভালোই ছিলাম ।
তার প্রতিবাদ -- আমি আর বাবলগাম
দুটো আলাদা জিনিস ।
আমি বুঝিয়ে দিলাম যে
সে সর্বদায় ভালো কিছু প্রত্যাশা করতে পারে না।
সে সংশোধন করলো আমাকে :
ভালো কিছু নয় শুধু একটা বাবলগাম।
সূর্য যথাসাধ্য উজ্জ্বল
পাখিরাও উত্তর প্রত্যুত্তরে যুক্ত।
পার্কের ঘাস মুগ্ধকর সবুজ
কিন্তু মেয়ে হৃদয় ঢাললো বৃষ্টির ধারায় ধারায় ।
সুখী জগৎ, বিষন্ন জগৎ
মধ্যিখানে একটা বাবলগাম।
৪. প্রতিদিনের বুদ্ধবাদ
কথায় বলে শিষ্য প্রস্তুত হলে
গুরু নিজেই দেখা দেবেন।
গুরুর দেখা পেতে অপেক্ষা আর অপেক্ষা
শেষে আমি নিজেই হয়ে উঠলাম গুরু ।
এখন আমি শিশুদের দেখা দিই
কিন্তু তারা প্রস্তুত নয়।
৫. তিন ভাই এবং সোনার আপেল
তিন ভাই তারা হেঁটে চলল, হেঁটেই চলল
তোমরা সবাই জানো জ্যেষ্ঠপুত্র বাবার পছন্দের, কনিষ্ঠজন
ভাগ্যবান ।
মধ্যমজন দুজনের মধ্যে হাটে।
সারারাত তারা পাহারা দেয় সোনার আপেল এবং জ্যেষ্ঠ যে সে তাকায় বামে
কনিষ্ঠ দক্ষিনে ।
মধ্যমজন
দত্যিদানোর বন্ধু।
রুদ্র কিংশুক
ক্রিস্টিন দিমিত্রোভা-র কবিতা
কবি ,উপন্যাসিক ও অনুবাদক ক্রিস্টিন দিমিত্রোভা (Kristin Dimitrova, 1963) -র জন্ম বুলগেরিয়ার সোফিয়া শহরে তিনি এই সময়ের একজন উল্লেখযোগ্য
বুলগেরিয়ান সাহিত্যিক। স্প্যানিশ ,জার্মান ,রাশিয়ান , রোমানিয়ান প্রভৃতি বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে তাঁর ছোটগল্প কবিতা এবং অন্যান্য রচনা ।
সাহিত্যকৃতির জন্য তিনি পেয়েছেন একাধিক পুরস্কার।
১. রেলগাড়িতে
রেলগাড়িতে
একজন বৃদ্ধ হাঙ্গেরিয়ান
মহিলা, সামনের
দাঁত নেই
আমাকে বললেন যে তাঁর
তিন ছেলের দু'জন
মারা গেছে
আর তার জ্যেষ্ঠ পুত্র পুত্র
এখন আমেরিকায়
এগুলো তার ফটো
এইটা আমার ছেলে
এইটা ওর পরিবার।
তিনি টান ছিলেন বুলগেরিয়ান
সিগারেট অথবা
বুদাপেস্ট থেকে আনা খুব লম্বা সিগারেট
বুখারেস্টে
আর তিনি বললেন:
এখন বাঁচার মতো আমার কিছুই নেই
এটা বললেন
সহজে নির্বিকারভাবে
দন্তহীনার সম্ভ্রম সহ।
২. তিব্বত
গোটা রাস্তা লণ্ঠন আকীর্ণ,
হাসছেন লামারা। পরস্পরকে আক্রমণ করছেন; ঠান্ডা আগুনের পাশে জড়ো হচ্ছেন ,
শরীরে আঙ্গুল দিয়ে মাখিয়ে নিচ্ছেন আগুন , চেটে খাচ্ছেন অগ্নিশিখা।
আমার দূরবর্তী ছায়াগুলি, বহুক্ষণ আমি হামাগুড়ি দিয়ে এগুচ্ছি তোমার দিকে,
টুকরো টুকরো ভাবে । কাউকে তো অবসাদের গা থেকে ছাড়িয়ে ফেলতে হবে খোসা ফেলতে হবে খোসা, দমন করতে হবে অভ্যাসকে ।
জানি আমিও একজন স্বাধীন মানুষ
কিন্তু আমি তা ভুলেই যাই।
৩. বর্ডার
আমার মেয়ে জিজ্ঞেস করল
আমি তার জন্য বাবলগাম এনেছি এনেছি কিনা ।
আমি বললাম আমার আনা হয়নি
কিন্তু আমি ভালোই ছিলাম ।
তার প্রতিবাদ -- আমি আর বাবলগাম
দুটো আলাদা জিনিস ।
আমি বুঝিয়ে দিলাম যে
সে সর্বদায় ভালো কিছু প্রত্যাশা করতে পারে না।
সে সংশোধন করলো আমাকে :
ভালো কিছু নয় শুধু একটা বাবলগাম।
সূর্য যথাসাধ্য উজ্জ্বল
পাখিরাও উত্তর প্রত্যুত্তরে যুক্ত।
পার্কের ঘাস মুগ্ধকর সবুজ
কিন্তু মেয়ে হৃদয় ঢাললো বৃষ্টির ধারায় ধারায় ।
সুখী জগৎ, বিষন্ন জগৎ
মধ্যিখানে একটা বাবলগাম।
৪. প্রতিদিনের বুদ্ধবাদ
কথায় বলে শিষ্য প্রস্তুত হলে
গুরু নিজেই দেখা দেবেন।
গুরুর দেখা পেতে অপেক্ষা আর অপেক্ষা
শেষে আমি নিজেই হয়ে উঠলাম গুরু ।
এখন আমি শিশুদের দেখা দিই
কিন্তু তারা প্রস্তুত নয়।
৫. তিন ভাই এবং সোনার আপেল
তিন ভাই তারা হেঁটে চলল, হেঁটেই চলল
তোমরা সবাই জানো জ্যেষ্ঠপুত্র বাবার পছন্দের, কনিষ্ঠজন
ভাগ্যবান ।
মধ্যমজন দুজনের মধ্যে হাটে।
সারারাত তারা পাহারা দেয় সোনার আপেল এবং জ্যেষ্ঠ যে সে তাকায় বামে
কনিষ্ঠ দক্ষিনে ।
মধ্যমজন
দত্যিদানোর বন্ধু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন