বুধবার, ১৩ মে, ২০২০

আটপৌরে কবিতা || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ

আটপৌরে কবিতা 

নীলাঞ্জন কুমার 

১৫১.


মদ/আপত্তি/ নেশা 
   )দুর্নিবার  (
ক্রমশ সর্বনাশ ডেকে আনে ।


১৫২.

ধর্ম/শৃঙ্খল/ বিশৃঙ্খল 
    ) সংস্কার  (
কেমন যেন জড়িয়ে থাকে ।

১৫৩.

বন্দি/স্তব্ধ/ মাস্ক
  ) লকডাউন  (
জীবন ক্রমশ বদলে যায় ।

১৫৪.

নিমন্ত্রণ/ উপহার/ আহারাদি 
      ) প্রথা  (
ভেতরে উৎসব বয়ে যায় ।

১৫৫.

সুর/ কথা/ বাজনা 
  ) সঙ্গীত  (
আকাশেবাতাসে মিশে থাকে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...