বুধবার, ১৩ মে, ২০২০

কল্পজ্যোতি | একটি ধারাবাহিক রিদমিক্স~ সৌমিত্র রায়

কল্পজ্যোতি | একটি ধারাবাহিক রিদমিক্স~
সৌমিত্র রায়

করোনাপর্বে বিশ্ব হাসি দিবস~
|| আনন্দ ||
       |
সমূদ্রস্রোত স্ব-উচ্ছ্বাসে নিরন্তরই হাসে,
শূন্যে সদা নীরব হাসি আলোকের প্রকাশে ৷
গাছ-গাছালির সবুজ হাসি না হয় কভূ ম্লান,
যোগ-হাসিতে হাসো মানুষ, আরোগ্যে জাগো প্রাণ ||
        |
মে~৩ ; ওজনস্তরের ফুটো সারিয়ে ঘর-খাঁচার চারপাশের বিশাল শূন্যতা হাসির শুভেচ্ছা জানাতে উঁকি দিচ্ছে ভোরে, জানালার ফাঁকে ; বিশ্ব হাসি দিবসের শুভেচ্ছা ; স্মার্ট চোখগুলির সামনে ভোররাতে হঠাৎ নিভে যাওয়া এন্ড্রয়েডের আলো, কবেই সে হাসির ঠিকানা হারিয়েছে; ঠিকানা হারানোর এটাই যেন সেরা সময় ; রাতচরার প্রজন্মকে গোগ্রাসে গিলে, লুপ্ত করে, তার ভাইরাসকেও আত্মস্থ করে নিচ্ছে রাতজাগা সভ্যতা; ঠিকানা পাল্টে লুপ্তপ্রজাতির বাদুড়দেহ থেকে এখন মানুষের দেহে; জিন পাল্টে পাল্টে অস্তিত্ব রক্ষার তাগিদে নিজেও নিয়ন্ত্রনহীন কোভিড-১৯; সমতল থেকে পর্বতচূড়া, সমূদ্রের ঢেউ থেকে মহাশূন্য- প্রকৃতি-আধাত্ম্যের হাসি ফেরাচ্ছেন বিধাতার বিধি; ভোর~ পাখিরা জেগে উঠছে, ঘুমোতে যাচ্ছে সভ্যতা~ হাসতে ভুলে গেছে মানুষের ভোর; কেউ কি আসন পেতেছে, ভোরের চোখে চোখ রাখতে পারছে কি কোনো মানুষ; হয়তো হাসি-যোগার ফেসবুক লাইভে দু-একটা লাইক বুঝে নিতে চাইছে, শূন্যতার হাসি-ভাষা~
   |
বিশ্ব হাসি দিবস জুড়ে হাসলো রে প্রকৃতি,
ঘর খাঁচাতে বন্দি মানুষ সহ-যোগ তার ভীতি !
কল্পজ্যোতি বলেন তবু হাসো উচ্চস্বরে,
করোনা-ভয় কান্না ভুলো, হাসি ফেরাও ঘরে ||
  |
|| শান্তি ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...