Tuesday, May 19, 2020

পরিযায়ী শ্রমিক || অরিন্দম চট্টোপাধ্যায় || কবিতা

পরিযায়ী শ্রমিক
অরিন্দম চট্টোপাধ্যায় 

পরিযায়ী পাখির মতন উড়ে গিয়েছিল
জীবনের জন্য,
পাখির  মতন রঙিন পালক ছিল
সমস্ত কাজ সেরে ঘরে ফিরত
ডানা ঝাপটাত আর খসে পড়ত রঙিন পালক
তবু ও মন উড়ত আনন্দে
 জালনা,ঔরঙ্গাবাদের, ভুসলের  আকাশে
সারাদিন  ওড়া আর ওড়া, ক্লান্ত হয়ে ফেরা
এমনি করেই একদিন ডানা থেকে
সমস্ত পালক খুলে গেল
এই সব দেখে ওরা  যেতে  চাইল অন্যআকাশে
বতাসে মিশে আছে  অন্যজীব
তাই ওরা হঁটতে লাগল বহু পথ, অনেক পথ
যে পথ ধরে উড়েছিল সেই পথ ধরে......
পথে যেত যেতে ক্লান্ত, অবসন্ন,
যখন রাত্রিরঅন্ধকার ঢেকেছিল আকাশ,
তখন ঘুমের দেশে
রাত্রির অন্ধকার যখন আরও গভীরে
ঐ পথ ধরে দানবিক শব্দে ঘুরে গিয়েছিল
কয়েকটা চাকা, ছড়িয়ে পড়েছিল আর্তনাদ
মুহূর্তে ভেঙে গিয়েছিল  পৃথিবী
পড়ে রইল কয়েক টুকরো স্মৃতি চিহ্ন......

No comments:

Post a Comment

সবাই মিলে সিনেমাহলে~ ৩ || কান্তিরঞ্জন দে || প্রতি শনিবার

সবাই মিলে সিনেমাহলে~ ৩ কান্তিরঞ্জন দে সিনেমাকে  বই  বলবেন  না , প্লীজ। কারণ , দুটো সম্পূর্ণ আলাদা জিনিস ।        আপনি কি আপেলকে ...