Saturday, May 16, 2020

ভাষ্য-হীন || আটপৌরে কবিতা || নীলিমা সাহা

ভাষ্য-হীন || আটপৌরে কবিতাগুচ্ছ
নীলিমা সাহামা

আঁধার থেকে  আলোয়
তুমিই
একাক্ষরা দাঁড়িয়ে আমার মা।


তোমার উপমা তো
তুমিই
তোমার  বিকল্প  হয় না।


এত্ত সিঁড়ি  ভাঙো
তবু
বিনীত অভ্যাসে আনন্দ রন্ধন


এমনই জগতী ছন্দ
সাদাপাতায়
লিখি,লিখতেই থাকি মহাকবিতা


যুক্তি তক্কো ভাষ্য বিহীন
      মা
একটাই জাত একটাই সংজ্ঞা


আমাদের নগর সভ্যতায়
     তবু
বীতশোক তুমি  ভাগের মা


1 comment:

খাঁড়ি পথে ইচ্ছেপাড়ি ...২ || মধুছন্দা মিত্র ঘোষ || ভ্রমণকথা প্রতি বুধবার

খাঁড়ি পথে ইচ্ছেপাড়ি ...|| ভ্রমণকথা প্রতি বুধবার মধুছন্দা মিত্র ঘোষ  পর্ব -  ২ কুমারাকোম          ক্ষুরধার প্রকৃতি বিন্যাস আ...