শুক্রবার, ১৫ মে, ২০২০

কিছু বই কিছু কথা ।নীলাঞ্জন কুমার উটের গ্রীবায় শীতের ছায়া । প্রফুল্ল পাল ।

কিছু বই কিছু কথা ।নীলাঞ্জন কুমার 

উটের গ্রীবায় শীতের ছায়া । প্রফুল্ল পাল । বাকপ্রতিমা । চল্লিশ টাকা ।

যাঁরা কবিতা লেখেন ও প্রতিনিয়ত তার সঙ্গে বসবাস করেন , তাঁরা বোঝেন কি করে কবিতার শব্দের ভেতর আগুন জ্বালাতে হয়, আর তা সন্ঞ্চারিত করতে হয় পাঠককুলের মধ্যে । প্রফুল্ল পাল সেই কবি যিনি সে আগুন সন্ঞ্চারিত করতে পারেন। ' এতগুলো হরফ থাকতে কেন তবে নিম্নচাপের মেঘ উড়ে আসে/  লাজুক বর্ণমালা একেবারে বাংলা হরফের ওপর, ' ' এক একটা অস্ত্রোপচারের সময় আলো নিভে যায়/  এই মনে হল উন্মাদ সময়ের পেটে সেঁধিয়ে যাচ্ছে সাজানো ঘরানা ' সে আগুন জ্বালায় ।।
              প্রফুল্ল পালের ' উটের গ্রীবায়  শীতের ছায়া' কাব্যগ্রন্থের ভেতর ছড়ানো আছে এ ধরনের পংক্তি, যার উদাহরণ দিতে গেলে পুরো বইটি তুলে ধরতে হবে । পাঠককুল যদি পারেন বইটি সংগ্রহ করে পড়ে নিতে পারেন ।
               কবির এক সুন্দর পংক্তি কাব্যিক দিক দিয়ে তন্ময় করে,  ' ফেলে দিতে চাও ফেলে দাও/  ফেলে দেবার পরেও ঝড় উঠতে পারে ।' এই ধরনের অনালোকিত কবিদের ভেতরে যে কি মুক্তো আজ  তা আমরা দেখিনা এই দুঃখ । প্রণবেশ মাইতি বিমূর্ত প্রচ্ছদ
ভাবনা ভাবায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...