পড়ন্ত বিকেলে দূর হতে অরন্যের বুক থেকে ভেসে আসছে কাঠুরিয়ার আর কুঠারের দৈনিক সংর্ঘষের যন্ত্রণা
এক পশলা বৃষ্টিতে
শুকনো মাটির বুকে জল চোষা শব্দ -ঘাস ফড়িং উইচিংড়া লাফালাফি -ঘরে ফিরায় মা বক ৷
শাল ফুল,বন ফুল,ভ্রমর সব মিলেমিশে একাকার
মহূল ফুলে বিভর- রং ঢেলেছে রাঙা পথে
শিস্ ধান গুটিয়ে নিচ্ছে বাল্লার নীড়ে-রৌদ্দুরে হবে আবার শীর্ষ,
কোকিল টি এখনো খুঁজে চলছে এখানে ওখানে আস্তানা-পেঁচাটি তুলছে ত্রকটু ত্রকটু মাথা ৷
নতুন বউ ঘোমটা দিয়ে বঁড়শি আড়ছে পুকুর ঘাটে
দিগন্তে লাল আভা নিরুদ্দেশে, সন্ধ্যা তারা জেগে নীল আকাশে -
কৃষ্ণ কণার মধ্যে জ্বলে ওঠে প্রদীপের স্বপ্ন॥
এক পশলা বৃষ্টিতে
শুকনো মাটির বুকে জল চোষা শব্দ -ঘাস ফড়িং উইচিংড়া লাফালাফি -ঘরে ফিরায় মা বক ৷
শাল ফুল,বন ফুল,ভ্রমর সব মিলেমিশে একাকার
মহূল ফুলে বিভর- রং ঢেলেছে রাঙা পথে
শিস্ ধান গুটিয়ে নিচ্ছে বাল্লার নীড়ে-রৌদ্দুরে হবে আবার শীর্ষ,
কোকিল টি এখনো খুঁজে চলছে এখানে ওখানে আস্তানা-পেঁচাটি তুলছে ত্রকটু ত্রকটু মাথা ৷
নতুন বউ ঘোমটা দিয়ে বঁড়শি আড়ছে পুকুর ঘাটে
দিগন্তে লাল আভা নিরুদ্দেশে, সন্ধ্যা তারা জেগে নীল আকাশে -
কৃষ্ণ কণার মধ্যে জ্বলে ওঠে প্রদীপের স্বপ্ন॥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন