বুধবার, ২৭ মে, ২০২০

ক্যামেরা চলছে || নীলিমা সাহা || কবিতা

ক্যামেরা চলছে 
নীলিমা সাহা 

ক্যামেরা চলছে ...
বন্দি  হচ্ছে  উপেক্ষিত অপেক্ষারা --অনিচ্ছাগুলো ইচ্ছে  হয়ে যাচ্ছে

আজকালপরশুর  পরিযায়ী প্রশ্রয়,মায়াবর্ণ... সময়ের হাত ধরে হেঁটে যাচ্ছে  ...ভরা  জৈষ্ঠেও অদ্ভুত  শীতপথ, প্রতিদিন জন্ম হচ্ছে মৃতুদিন
কতত বি-বাহ বন্ধ দরজার  আলে,স্বরবর্ণ রিফু করছে আবহ বিরহ,নেপথ্যকথনে সেই  বহুবর্ণের টেক্সট

ক্যামেরা  চলছে ...

ইউটার্ন পথ---চড়াই,উৎরাই---সেখানে-ই  রেখে যাওয়া কিস্ আঃ... কিসসা হয়ে পথস্রোত--পায়ে পায়ে  পরিত্যক্ত পালক---গা ঘেঁষে থাকে ব্রেকিংনিউজ...
দর্জিপাড়া থেকে নীহারিকাগলি ছেড়ে কেষ্টপুর চই চই রাধাচূড়া-- হাসিকান্না
 আর জলবিভাজন

সন্ধ্যা  হাতে বসে থাকে
যৌন সুবাস---

আমি আপনি দেখছি লাইভ টেলিকাস্ট---

ক্যামেরা চলছে ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...