Thursday, May 14, 2020

প্ররূঢ় || কনক মণ্ডল || কবিতা

প্ররূঢ়
কনক মণ্ডল

গোকুলে ফেরেনি কত নাম ধরা পাখি
মন্থর  আবেশ  যেন  কুঠির  গহনে
এহেন  হৃদয়  এক  অনন্ত  পথিক
ফুলগুলি ছুঁয়ে আছে মৃত্যু অত্যধিক।

ভ্রমর মেতেছে কেন  ফুলেরা কি জানে?
জানে কি ডুমুর ফুলে আছে সংগোপন!
কতকাল  ঢেকে  রাখি  মুখোশ মিছিল
পাখিদের  লাশ  যায়  থরে  থরে চিল।

হারিয়ে পেয়েছি তারে অন্তরে অন্তরে
যা  কিছু  কুড়িয়ে আনি দিকচক্রবাল
মুকুট  তোমার  প্রিয়,   প্রিয় প্রশ্নবাণ!
বন্ধুগণ  দেখা  হোক  সম্মুখ  শিয়রে...


No comments:

Post a Comment

শীলাবতী অববাহিকার ইতিহাস ও কৃৃৃৃষ্টি || মঙ্গলপ্রসাদ মাইতি || প্রতি সোমবার

শীলাবতী অববাহিকার ইতিহাস ও কৃৃৃৃষ্টি মঙ্গলপ্রসাদ মাইতি ৫|| শীলাবতী অববাহিকা কৃষির দিক দিয়ে যেমন বেশ উন্নত, তেমনি সংস্কৃতির দিক দিয়েও ...