বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

কল্পজ্যোতি: দোষ বিধাতারও নয় || সৌমিত্র রায় || একটি ধারাবাহিক রিদমিক্স

কল্পজ্যোতি || একটি ধারাবাহিক রিদমিক্স
সৌমিত্র রায়

~দোষ বিধাতারও নয়~
|| আনন্দ || 
|
ঘরখাঁচাতে বন্দি এ মন মিডিয়াতে যে-ই চোখ রাখে,
এই পুরাতন সভ্যতাটির আর্তনাদেই মুখ ঢাকে ৷
মাস্ক পরে কেউ 'লাজ' কি ঢাকে, হাত ধুয়ে কেউ 'পাপ' কি ধোয় ?
মঞ্চে আছি নিস্পাপী তাই, এই সবই কি কাব্য নয় !! 
|
এই পুরাতন সভ্যতায় আনন্দ নয়, আর্তনাদই বেশী বেশী খাচ্ছে মানুষ, সেসবই ভাইরাল হয়; মিডিয়া কিংবা সোসাল মিডিয়ায় প্রতিমুহূর্তে সাবজেক্ট তাই কত বিচিত্র আর্তনাদ; যখন একটা গাছ, কিংবা তার একটা ঝরতে থাকা পাতাও অন্তর্মুখী, গাছের ডাল থেকে মাটি স্পর্শ করার দূরত্বেও তার ঢেউয়ের তালে ঝরতে থাকা আনন্দের উৎসে সব টানটুকু প্রাণপণ গেঁথে রেখেছে যেন ; মিডিয়ার থেকে চোখ ফিরিয়ে তুমি কখনো তেমন কোনো দৃশ্যে বিভোর থেকেছো কবি; অন্তত: ঘাস-শয্যায় শায়িত পাতাটির মর্মরে শোনো শোনো বেদনার আনন্দে টান আছে কিন্তু কোনো মায়া-টান নেই; ছিল না কখনো; কলকাতার মতো শহরের বুকে শক্তিশালী মিডিয়ার রিপোর্টার করোনা-আক্রান্ত মাকে নিয়ে ঘুরে ফিরছে এক হাসপাতাল থেকো অন্য হাসপাতাল; বেড নেই; বেহাল বাঙ্গুর থেকে ভাইরাল হয়ে যাওয়া ভিডিয়োই তোমাকে বুঝে নিতে হচ্ছে পৃথিবী ছাড়া, জনতার শ্রেষ্ঠ শয্যা আর কোথাও নেই; সোসাল ডিসট্যান্সে আছে মানুষ-মায়ের কোল; ঘটিবাটি বিক্রি করে চিকিৎসকের পরামর্শমতো যখন গরীবরাও নিতে চাইতো নার্সিং হোমে এসির আরাম, "কসাই' বলে গান বেঁধেছিলেন গায়ক; করোনা আবহে হঠাৎ আক্রান্ত ঈশ্বর-আল্লাহ; নার্স-চিকিৎসকরা রাতারাতি ভগবান শিরোপায়; আবার সেই নার্স-চিকিৎসকেরা করোনা পরিষেবায় যুক্ত থাকার কারণে হঠাৎ নিজবাস থেকে বিতাড়নের চক্রে; হায় রে বিধাতা, তাও ভাইরাল হয় মুহূর্তে; মানুষ মুখোশ ধরতে ভালোবাসে, হয়তো তাই আজ প্রতিটি মুখেই মুখোশ; তথাপি সবাই নির্দোষ; এই যে পৃথিবী, এই যে আকাশযান, এই মঞ্চ নিরন্তর দৃশ্যে সাবলীল; মাহাশূন্যে যে যার পার্টে আছি মগ্ন~
|
দোষ কাকে দিই, সভ্যতাকে ? দিন গড়ানো-ই~ উন্নতি ?
দিন গড়ালে বয়স বাড়ে; সব "উন্নতি"ই ভিমরতি !!
দেহ-খাঁচায় আত্মা-পাখি, বিধাতাকেও দোষ না দাও;
এই নিয়মেই সৃষ্টি মহান, সেই নিয়মের সঙ্গ নাও !!
 |
|| শান্তি ||


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...