Monday, May 18, 2020

এখনও পটলচেরা || মৃৃৃত্যুঞ্জয় জানা || কবিতা

এখনও পটলচেরা
মৃৃৃত্যুঞ্জয় জানা

পটলচেরা দৃষ্টি,নাচ
চিরুনির তড়িৎ
কাগজ চিপকে,
লাফালাফি,শিল্প কারুকার্য৷


খোঁপাতে সাদা ফুল
ভাষ্কর্য
স্বরস্বতী পূজোতে আগুলে আগুল
বসন্ত৷
নাতিশীতোষ্ণে ঝুড়ি ঝুড়ি স্বপ্ন৷
রজনীগন্ধা
ঝরাফুল
নতুন বাসা,দিনরাত নক্ষত্রের আনাগোনা৷
রং......৷


ঠোটের কোনে কালো তিল
ব্লাকহোল
কাছে গেলে হৃদপিন্ড ধড়পড়ানি বেড়ে যায়৷No comments:

Post a Comment

বিশ্বজিৎ || ঘোড়া || কবিতা

  বিশ্বজিৎ ঘোড়া তুমি বরাবর শিক্ষা নিতে ভালবাসো।শিক্ষার ভেতরেও একটা শিক্ষা থাকে।অচেনা গলির ঘ্রাণ... রক্ত আছে মাংস আছে তুমিও বোঝ নদী কীভাবে বা...