সোমবার, ১৮ মে, ২০২০

এখনও পটলচেরা || মৃৃৃত্যুঞ্জয় জানা || কবিতা

এখনও পটলচেরা
মৃৃৃত্যুঞ্জয় জানা

পটলচেরা দৃষ্টি,নাচ
চিরুনির তড়িৎ
কাগজ চিপকে,
লাফালাফি,শিল্প কারুকার্য৷


খোঁপাতে সাদা ফুল
ভাষ্কর্য
স্বরস্বতী পূজোতে আগুলে আগুল
বসন্ত৷
নাতিশীতোষ্ণে ঝুড়ি ঝুড়ি স্বপ্ন৷




রজনীগন্ধা
ঝরাফুল
নতুন বাসা,দিনরাত নক্ষত্রের আনাগোনা৷
রং......৷


ঠোটের কোনে কালো তিল
ব্লাকহোল
কাছে গেলে হৃদপিন্ড ধড়পড়ানি বেড়ে যায়৷







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...