মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

বুলগেরিয়ার নতুন কবিতা || রুদ্র কিংশুক || বেলোস্লাভা দিমিত্রোভা-র কবিতা

বুলগেরিয়ার নতুন কবিতা 
রুদ্র কিংশুক 
বেলোস্লাভা দিমিত্রোভা-র কবিতা


বেলোস্লাভা দিমিত্রোভা (Beloslava Dimitrova , 1986) -র জন্ম বুলগেরিয়ার সোফিয়াতে। সোফিয়া ইউনিভার্সিটি থেকে থেকে তিনি জার্মান ভাষা এবং সাংবাদিকতা নিয়ে লেখাপড়া করেছেন। বর্তমানে তিনি বুলগেরিয়ান ন্যাশনাল রেডিওতে রেডিওতে কর্মরত। ২০১২ সালে তিনি বিখ্যাত সাহিত্য পত্রিকা লিতারাতুরেন ভেস্টনিক-এ প্রথম আত্মপ্রকাশ করেন। তাঁর লেখা বুলগেরিয়ার বিশিষ্ট পত্র-পত্রিকায় প্রকাশিত। তাঁর প্রথম কাব্যগ্রন্থ Beginnings and Endings প্রকাশিত হয়  ২০১২ তে । ২০১৪- তে তাঁর দ্বিতীয় গ্রন্থ Wildlife প্রকাশিত , যেটি জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল।  তাঁর তৃতীয় কাব্যগ্রন্থের নাম  Meat and Birds যেটা প্রকাশিত হয়েছে ২০২৯- এ । বেলোস্লাভার কবিতায় বিষন্নতা একাকীত্ব ও যৌনতার প্রকাশ। সাম্প্রতিক বুলগেরিয়ান কবিতার কবিতার একটি বিশেষ রূপ বিধৃত তাঁর কবিতায়।

১.
অরিজিন অফ স্পিসিস

তিনি চিৎকার করছিলেন: কেন তোমরা সংখ্যায় বাড়ছ না
আমি তোমাদের রেখেছি চমৎকার অবস্থায়
 কেন আমার সঙ্গে এরকম আচরণ
যখন আমি তোমাদের দিয়েছি  সব কিছু
প্রায় সম্পূর্ণ স্বাধীনতা
আর সেই দেশ
যেখান থেকে তোমরা এসেছ
তারা:  প্রভু আমরা পোষমানা, আমাদের দরকার‍্
দুর্দশা আপনাকে আরেকটা প্রজন্ম দিতে

২.
শিম্পাঞ্জি

 তুমি আমাকে পাগল করে তুললে
আমরা একসঙ্গে খাবার সারলাম
আমরা শিকার করছিলাম আমরা খুঁজছিলাম
 আমাদের পছন্দের শিকার আমরা খুঁজছিলাম
 আমাদের পছন্দের শিকার
 আমাদের পছন্দের শিকার
অন্য প্রাণীদের
আমরা দেখতে এতটাই একরকম
 আমরা সবকিছু শিখে ছিলাম ছিলাম শিখে ছিলাম ছিলাম
 আমরা সবকিছু শিখে ছিলাম ছিলাম শিখে ছিলাম ছিলাম
কিন্তু তখন আমরা হারালাম মাধ্যম
তুমি হলে বিশ্বাসঘাতক
আর তুমি তাই আমার বন্ধু হতে পারো না
 এখন তুমি আমার খাবার যাতে
তুমি আবার অংশ হতে পারো

৩.
প্রেম ২

আমাদের খেলার
বিভিন্ন পর্যায়
 দুটো দ্রুত বড় ধাক্কা
শূন্যতা
 নীরবতা ভবিষ্যৎ লজ্জা
দয়ামায়া
 আমার মুখ বাঁধা একটা খামে
 অবশ্য একটা চিৎকার
এবং উদাসীন হাসি

৪,
সাশা গ্রে কর্তৃক লিখিত ১

এবং খুব সম্ভবত
 চাদরের দাগের পর
 কিছুই থাকবে না না
 কিছুই থাকবে না না
আমার ভালোবাসা চাকা চাকা হায়না
বাদামী কিছুটা ধূসর
কেউ বাঁচাতে পারে না
আমি বিশ্বাস করি তুমি নেই্

৫.
সাশা গ্রে কর্তৃক লিখিত ২

 আমি প্রেম অলিম্পিয়ান
করি মরি মরি মরি ভালোবাসি
শূন্য নির্গমন গর্ভপাত
বায়োপসি করা হলো সফলভাবে
অনেক মৃত আমার পাশে তার পাশে
আমি ভাবি কেন আমি এখনো এখানে
"এখন কি তুমি উঠতে পারো
এবং জিনিসপত্র নিয়ে কেটে পড়তে"

৬.
বিদায়

খারাপ (খারাপ ) রাত
আমার (আমার আমার) অহং
                         মেশিনকে মারছে

আমি যখন কেবল স্টোনে বসে আছি

আমি এত সুখী (সুখী সুখী)
যে কেউ আমাকে ঘৃণা করে
আমার চেয়েও বেশি

৭.
হালকা ড্রাগ

আমার ইচ্ছে আমার ইচ্ছে আমার ইচ্ছে
আমি ইচ্ছে করেছি
আমি ইচ্ছে করেছি আমি মরে গেলাম

এটা এটা এখনো বিরক্তিকর

৮.
অর্ধ -দামী পাথর

কি সুন্দর এটা
ভালোবাসা
একে
অপরকে
একা
আলাদাভাবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...