শুক্রবার, ২৬ জুন, ২০২০

আমাদের ধর্মযুদ্ধ || দেবব্রত রায় || কবিতা

দেবব্রত রায়
আমাদের ধর্মযুদ্ধ

আমার দুটো হাত ডানা
হয়ে উঠতেই , আমি
আকাশচারী হয়ে যাই
অথচ, এই প্রজনন নির্ভর শরীর
শুধুমাত্র, প্রজন্মকে  এগিয়ে
নিয়ে যাওয়ার জন্যেই 
ডানা খসিয়ে
আবারও মানুষ হয়ে ওঠে

++++

গুজব এতটাই রোমাঞ্চকর
যে সত্যও কখনো কখনো
তার সামনে নতজানু  হয়ে পড়ে
সকাল সকাল রিফিল টুথপেষ্ট
গঙ্গার ঘাটে কুলকুচি সেরে
পবিত্র হয়
আর, এখান থেকেই
উৎপন্ন হয় একটি গুজব গর্ভিণী
দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু
যার গলাটি জিরাফের মতোই লম্বা

**
যারা বলেন মাটি জল
ও বায়ু মিশিয়ে ঈশ্বর
তিলে তিলে পশু পাখি
এবং মানুষ তৈরি করেন
তারা ঠিকই বলেন
কারণ, মাটি জল ও বায়ু
ছাড়া এরা কেউই বেঁচে
থাকতে পারেনা
পৃথিবীকে কর্দমাক্ত
করার জন্য মানুষ
কখনো কখনো মাটি
জল ও বায়ুর ধর্ম নষ্ট করে
তিল থেকে একটি তালপুকুর
বানিয়ে ফেলে
***

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...