শুক্রবার, ১৯ জুন, ২০২০

মায়াবৃৃৃত্ত || অঙ্গনা কর্মকার || নতুনদের কবিতা

মায়াবৃত্ত
অঙ্গনা কর্মকার

আকাশের পূর্বাভাসে বাস্তবে তা নিচে
মাথা নিচু করে দাঁড়িয়ে আমিও বেশ
অপেক্ষা ঘূর্ণনগুলো জলার সিন্ধুর, কাতরাচ্ছে
খেতের দুপাশ দিয়ে বৈচিত্রময় ঘুমের ক্রটি
উপর দিয়ে উড়োজাহাজগুলো যেন রোগা,জীর্ণ
মনে হয়, তারা আবহমান কালের জন্যে স্থগিত।
এই বিষন্ন মায়াবৃওকে বেশির ভাগই ছেড়ে যাবার কথা ভেবে চলে
কিন্তু আমিও তাদের মতন ঘুমের শোকাগ্নি।

২টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...