শনিবার, ১৩ জুন, ২০২০

পরিযায়ী || বিনোদ মন্ডল || কবিতা


পরিযায়ী
বিনোদ মন্ডল










স্তব্ধ যাদের জীবন চাকা
কেমন আছেন তারা
কাজ হারানো মানুষগুলো
নিঃস্ব দিশেহারা।

হরেক সাজে পথের মাঝে
রক্তকমল পায়ে
ঘরের টানে ঘরছাড়াদের
বিরাম বৃক্ষছায়ে।

খিদে মেটে চা বিস্কুটে
গরমভাতের জন্যে
পথের ধারে চক্ষু চারে
রংবাহারি পণ্যে।

তাদের ভোর অন্ধকারে
ভারতমায়ের সলতে
দিশেহারা পরিযায়ী
জানে শুধু চলতে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...