শনিবার, ৬ জুন, ২০২০

বিমল মণ্ডল-এর গুচ্ছকবিতা || কবিতা

বিমল মণ্ডল-এর গুচ্ছকবিতা


১.
অকারণ  সুখ

উড়ে যাওয়া ছাউনি
তবুও  ভালোবাসার মায়া
শরীরে  রৌদ্রেরঝাঁজ সারা দুপুরবেলা
পুড়ে যায় অনন্ত  কৈশোর , ছাই হয় যৌবন
চেনা শরীরে  ভাসে আদুরে  ঠোঁট
দু'গাল বেয়ে নেমে আসে
অকারণ  সুখ।


২.

নিভৃত  বিকেলবেলা


চেনা ডাইরির  ঘন পাতায়
আমার নিজের  ব্যাথা মোছার কথা
আমি মনেমনে  স্পর্শ  করি তোমার শরীরের ভেতর
ভিজে  যাই গোপন  ঝড়ে - নিভৃত  বিকেলবেলা

সন্ধ্যা  অনুরাগে লুকিয়ে রাখা সুখ
পেতেছি উন্মাদ  বিছানা
যেখানে  চিবুক ছুঁয়েছে  তোমার ভরাট বুক

নিভৃত  বিকেলবেলা  স্বপ্ন  ভুলে
স্মৃতি  নিয়ে আছি উতলা ।


৩.
আলোকময়


উড়ে  আসা ঝড় বালি, জল, স্থল
আড়ালে  তুমি আদর কক্ষে
গোপনে  শুষে  নাও সমুদ্রের  ঘ্রাণ
তোমার চুলের  আবেশে কুন্তলিত মেঘ
খুঁজে  নেয়  আলোকময়  চোখছায়া
যৌবন তাপে ভরে আছে সুস্থির  নক্ষত্র
লজ্জার গভীরতা  উঠে  আসে
আলোকময় ঘন শরীর  ফাঁদে।


৪.
মাস্তুল

তোমাকে নিয়ে সুখ্যাতির  সুখযাপন
গোপন  ভালোবাসার  কয়েকটি পত্র
যাবতীয়  সব ফাঁক  ভরে  বিস্ময়ে
তোমার গভীর  নিঃশ্বাসে উড়াই বুকের থেকে  একগোছা  চুল
পরম আস্বাদে শুদ্ধ করেছি প্রাণ
চেনা মাস্তুলে ভবিষ্যতের ইঙ্গিতসুখ
খুঁজে  পাওয়া  তোমার ঠিকানায়...


৫.

কয়েক পুরুষের  জল

প্রতিটি  প্রহরে  মন মজে -গোপন দাগ
আদিমতম  সুখ ছোঁয় আঙ্গিক শিল্প আঙুল
স্নান  সেরে  ভরিয়েছি  ক্লান্ত  শরীরে  আঁকা  প্রাণ
পরম্পরায়  একপ্রাণ  থেকে  একাধিক  সৃষ্টির সুখ
ইতিহাস  হয়ে শুয়ে থাকে
কয়েক পুরুষের  জলে...

২টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...