মেদিনীপুর প্রান্তিক সংস্থার পক্ষ থেকে ত্রাণ বিতরন
কনকাবতী; ২৩-০৬-২০২০ || প্রান্তিক সংস্থার পক্ষ থেকে ত্রাণ বিতরন করা হল কনকাবতী গ্রাম পঞ্চায়েত এর ফুলপাহাড়ী গ্রামে ৷ সংস্থার পক্ষ থেকে পারমিতা মণ্ডল , ফারুক মল্লিকরা জানান প্রায় ২৫ টি দুঃস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয় ত্রাণ । এই কাজে সহযোগিতা করেন মনিকাঞ্চন রায় , লোধা সংগঠনের সদস্যা জোৎস্না মল্লিক ।
কনকাবতী; ২৩-০৬-২০২০ || প্রান্তিক সংস্থার পক্ষ থেকে ত্রাণ বিতরন করা হল কনকাবতী গ্রাম পঞ্চায়েত এর ফুলপাহাড়ী গ্রামে ৷ সংস্থার পক্ষ থেকে পারমিতা মণ্ডল , ফারুক মল্লিকরা জানান প্রায় ২৫ টি দুঃস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয় ত্রাণ । এই কাজে সহযোগিতা করেন মনিকাঞ্চন রায় , লোধা সংগঠনের সদস্যা জোৎস্না মল্লিক ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন