চাকা ফেরেনি
কল্লোল দত্ত গুপ্ত
আজ বেস্পতিবার। এবার রথের চাকা ঘুরেছে কিন্তু মন ভরেনি। সংসার করেছি, ভালোতেই বাসা বেঁধেছি, তবু আরেকটা বুলবুলি প্রতি রথে মেলায় আসে নিজে হাতে জিলিপি আর ফাটিয়ে খাওয়া বাদাম কিনে দেবে বলে, শুধু আমি ভালোবাসি বলে। সে আসেনি। ভেবেছিলাম মুখে মাস্ক নিয়ে সামনে এসে দাঁড়াবে, এই নাও রথের বেদনা, ব’লে ধরিয়ে দেবে ঠোঙা। দাঁড়ায়নি। ইচ্ছে হচ্ছিল খুব, সব্বার মুখোশগুলো টান মেরে খুলে খুলে দেখি, জিজ্ঞেস করি, তুমি? তুমি? না, কারোর মধ্যে সে নেই। আমার রথের চাকা এবার ঘোরেনি। আমি মেলার প্রান্তে এসে চিৎকার করে ডেকেছি, ‘ফিরে এসো চাকা…’, আসেনি। এই গল্প তো বিয়োগান্তক। বিনয়ের চাকাও ফেরেনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন