সবাই মিলে , সিনেমাহলে~ ২
কান্তিরঞ্জন দে
বায়োস্কোপ- মুভি - ফিল্ম - সিনেমা
চল্ , সিনেমায় যাবি ? কথাটার আদত অর্থ হল , সিনেমা হলে যাবি ? এখন মানুষের মুখের দৈনন্দিন কথায় কথায় সেটাই " সিনেমা " দেখতে যাবি ----এই অর্থে এসে দাঁড়িয়েছে ।
আসলে , আমরা হলে বা প্রেক্ষাগৃহে যা দেখতে যাই , তা হচ্ছে , চলমান চিত্রমালা বা মুভিং ইমেজেস । ছবির পর ছবি সাজিয়ে পর্দায় একটি গল্প ( কাহিনীচিত্র ) , একটি চিত্রপ্রবন্ধ ( ডক্যুমেন্টারী বা তথ্যচিত্র ) তুলে ধরা হয় । তাই বাংলায় সিনেমার অপর নাম ---- চলচ্চিত্র । ইংরিজিতে বলে -- মুভি । এমনকি , ফিল্ম বললেও ভুল কিছু বলা হয় না । বরং সেটাই একমাত্র মোক্ষম শব্দ । অন্তত কয়েকবছর আগে পর্যন্ত তাই ছিল ।
পাঁচ - দশবছর আগে পর্যন্ত হত পাতলা করে রাসায়নিক আস্তরণ মাখানো পাতলা প্লাস্টিকের সরু পাতের ওপরে ক্যামেরা কাচে ঢাকা সরু ফুটো-র ( লেন্স ) মধ্যে দিয়ে প্রতিফলিত আলোয় আঁকা বস্তুজগত , মানুষ এবং প্রকৃতির চলমান বা গতিময় ছবি পরপর তোলা হত । এখন সেটাই হয় , ইলেকট্রনিক পদ্ধতিতে , ডিজিট্যালি ।
তাই সিনেমা মানে আসলে ফিল্ম । শুধু সিনেমা মানে হল , অডিটোরিয়াম বা প্রেক্ষাগৃহ ---- যেখানে অনেক মানুষ একসঙ্গে ফিল্মে বলা গল্পটি বা বিষয়টি দেখতে - শুনতে যায় ।
এককথায় , চলমান চিত্রমালাকে যদি ফিল্ম , মুভি , মোশন পিকচার বলা হয় , তবেই ঠিক বলা হল । কিন্তু , কালের নিয়মে দেশে বিদেশে মানুষের মুখে মুখে সিনেমা শব্দটিই বেশি চালু হয়ে গেছে । যাহা ফিল্ম , তাহা-ই সিনেমা ।
সত্যি তো , নামে কি আসে যায় ?
আজ থেকে পঞ্চাশ - ষাট বছর আগেও প্রবীণ মানুষদের মুখে বায়োস্কোপ শব্দটা শোনা যেত । প্রথম বিশ্বযুদ্ধের আগে , সিনেমার সেই আদি যুগে সারা পৃথিবীতেই দর্শকেরা সিনেমাকে বায়োস্কোপ-ই বলত । কালে কালে সাহেবদের দেশে সেটা ফিল্ম, মুভি , পিকচার ইত্যাদিতে এসে দাঁড়িয়েছে ।
আমাদের দেশে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে পিকচার বা ফিলিম শব্দটাই বেশি চলে । বাংলায় বলা উচিত , চলচ্চিত্র দেখতে যাচ্ছি । কিন্তু আমরা বাঙালিরা , পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে সাধারণত বলি ---- সিনেমা দেখতে যাচ্ছি ।
উঁহু , শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে আমরা বাঙালিরা বলি ------ বই দেখতে যাচ্ছি । অথবা , দারুণ একটা বই দেখে এলাম । টিভিতে আজ প্রসেনজিতের বই দেখাবে ।
দশজনের মধ্যে ন' জন বাঙালি সিনেমাকে ' বই ' বলবেই ।
কথাটা একদম ভুল প্রয়োগ । চলচ্চিত্র না বলতে পারেন , সিনেমা বলুন । নিদেনপক্ষে ফিল্ম , পিকচার , মুভি যা কিছু একটা বলুন ।
কিন্ত , সিনেমাকে বই বলবেন না , প্লীজ !!!
কেন ? সে ব্যাপারটা খোলসা হবে পরের সপ্তাহে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন