Monday, June 22, 2020

তথ্যপ্রযুক্তি যুগের কবিতা || অষ্টপদ মালিক || আটপৌরে কবিতা

তথ্যপ্রযুক্তি যুগের কবিতা
অষ্টপদ মালিক

স্বপ্ন

সাদা/ বক /হয়ে
     ) উড়বো(
ঠিক তোমার দুটি চোখে ।

সহজাত

প্রজ্ঞা/ প্রতিজ্ঞা/ ভয়
         ) নিমেষে (
মিশে যায় তোমার অশ্রুতে ।

প্রেরণা

পথ /খুঁজে/ পাই
      ) যখন (
তুমি আমার পাশে থাকো ।

পদক্ষেপ

সবুজ/ নরম/ ঘাসে
         ) নয় (
কাটা গাছে পায়ের তালু ।

No comments:

Post a Comment

পূরবী~ ১৩ || অভিজিৎ চৌধুরী || ধারাবাহিক উপন্যাস

পূরবী~ ১৩ অভিজিৎ চৌধুরী এমন অনুর্বর হয়নি কখনও তাঁর সৃজনভূমি। গান লেখা যেন শেষ হয়ে এলো।দিনু যতোদিন ছিল সংগীত ভবন মুখরিত থাকত।নাটম...