বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

হাজার হাজার মাইল হাঁটতে হাঁটতে || বিপ্লব মাজী || কবিতা

হাজার হাজার মাইল হাঁটতে হাঁটতে 
বিপ্লব মাজী 


যন্ত্রণার সমুদ্রে দাঁড়িয়ে
মৃতদেহগুলিকে পাশ কাটিয়ে
আমরা এগোতে থাকি,
আমরা জানি
আমাদের পাশে না আছেন ঈশ্বর না আছে রাষ্ট্র ,
আমাদের কান্না আমাদের আর্তনাদ
কিছুই ওঁদের কানে পৌঁছোয় না,
অনেক তদ্বির তদারকি করলে ,
মিডিয়া আমাদের দুর্দশা নিয়ে
শোভনসুন্দর কিছু টেলিকাস্ট করে,
ওঁরাও কিছু প্রতিশ্রুতি দেন,
যদিও সেসব প্রতিশ্রুতি
 টেলিভিশনের পর্দাতেই শুধু ভেসে ওঠে,
আমরা ধরেই নিই ঈশ্বর ও রাষ্ট্র
আমাদের পাশে আছেন,
আমাদের দুঃসহ অবস্থা দেখে তাঁরা দুঃখিত!
আর আমরা জানি,
ঝড়ঝঞ্ঝা প্রখর রোদ নির্জন রাত যাই আসুক সামনে
আমাদের হাঁটতে হবে,
হাত থেকেও কাজ নেই
তবু আমাদের হাঁটতে হবে
হাজার হাজার মাইল হাঁটতে হবে,
হাঁটতে হাঁটতে একদিন পৌঁছে যাবো গ্রামে
অথবা পথেই মৃত্যু হবে ...
শেয়াল কুকুর টেনে খাবে পচাগলা শব!
অনেকেই দুঃখ পাবে অথবা শোক প্রকাশ করবে
মানব জীবনের মর্মান্তিক অপমান দেখে,
নির্লিপ্ত রাষ্ট্রের গাছখাতায় বাড়বে
শুধু কিছু  মৃত্যুর  পরিসংখ্যান...

## ২৯ মে বিকেল।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...