Sunday, June 14, 2020

বিনায়ক দত্ত-র ভিজুয়াল কাব্য || Visual Poetry

বিনায়ক দত্ত-র ভিজুয়াল কাব্য- ১

হতাশা, বিষাদ ছাড়া সকালকে সকালেই মনে হয় না


বিনায়ক দত্ত-র ভিজুয়াল কাব্য- ২
চাঁদ উঠলে আমাকে ঘরে ঢুকে যেতে বলে ; বলে, - জোৎস্না, অন্য সব পুরুষদের, ভোলানোর জন্য৷

বিনায়ক দত্ত-র ভিজুয়াল কাব্য- ৩
০ থেকে ০ উড়ে সাদা বক
No comments:

Post a Comment

খাঁড়ি পথে ইচ্ছেপাড়ি ...২ || মধুছন্দা মিত্র ঘোষ || ভ্রমণকথা প্রতি বুধবার

খাঁড়ি পথে ইচ্ছেপাড়ি ...|| ভ্রমণকথা প্রতি বুধবার মধুছন্দা মিত্র ঘোষ  পর্ব -  ২ কুমারাকোম          ক্ষুরধার প্রকৃতি বিন্যাস আ...