Sunday, June 14, 2020

আটপৌরে কবিতা || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ


আটপৌরে কবিতা 
নীলাঞ্জন কুমার 

৩১১

বাঁশি/  জলতরঙ্গ/ সন্তুর 
     ) সুরস্রষ্টা  (
কত মরমী আমাদের জন্যে! 

৩১২

গ্রহ/গ্রহাণু/ উল্কাপিন্ড 
    ) প্রদক্ষিণ (
অবিরাম নিজের গতি নিয়ে ।

৩১৩

সময়/ ক্ষণ/ আকর্ষণ 
     ) অন্তরীক্ষ  (
কি করে পাল্টে যায়! 

৩১৪

নির্বাচন/ সারাৎসার/ সম্পাদনা 
        )শ্রেষ্ঠ  (
যদি সঠিক ভাবে হয়! 

৩১৫

প্রসাধন/ রূপচর্চা/ বেশভূষা 
       )সুন্দর  (
মন তাকে ছুঁতে চায়! 

No comments:

Post a Comment

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৪ || সোমনাথ বেনিয়া || কবিতা

 কবিতা উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৪ / সোমনাথ বেনিয়া জাগতিক সব কাজে গন্ধ আছে, জানে সময়, জানে মহাকাল গতিরেখা বরাবর ছুটলে একসময় হাতের মুঠোয় মথিত শৈ...