শনিবার, ১৮ জুলাই, ২০২০

সেই ফুলটি || রোশেনারা খান || কবিতা

সেইফুলটি
রোশেনারা খান



সেইফুলটি
বড় অসময়ে ঝরে গেল দেবতার অর্ঘ্য সুন্দর-সুবাসিত ফুলটি  ।
এখনো বাতাস ছুঁয়ে আছে তার সুবাস।
নিজের যোগ্যতায় যে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল একদিন,
আজ তা পালন করতে গিয়েই
তাকে বিশ্ব মহামারীর বলি হতে হল।
এরা নীরবে কাজ করে মানুষের জন্য।তাই কী এদের জন্য নেই পর্যাপ্ত সুরক্ষা!নেই পুজা-পার্থনা?
ঝরে যাওয়া ফুল যে কুঁড়িটির  জন্ম দিয়ে গেছে,
তার বয়স মাত্র চার।
সে শিশু কীভাবে ফুটে উঠবে?
কাজের জায়গা কখনো শুণ্য থাকেনা।
সেখানে আবার কোন ফুল কিম্বা......
কিন্তু সেই গাছটি!
যার ডাল খালি হয়ে গেল?
কবির কবিতার মত,
কাল ফুলে ভরে যাবেনা।
আর বৃন্তচুত্য কুঁড়িটি যা হারাল তার অভাব কি কোনকিছু দিয়ে পূর্ণ্য করা যাবে?
এর সঠিক উত্তর জানা নেই।
অথচ বলা হবে-
মেয়েরা সব কাজের  যোগ্য নয়,
মেয়েদের জন্য সব কাজ নয়।
নারীকে মানুষ পরিচয় দিতে ,এখনো যাদের কুণ্ঠা,
তাদের ধিক্, শত ধিক্  ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...