বুধবার, ৮ জুলাই, ২০২০

বুলগেরিয়ার নতুন কবিতা || রুদ্র কিংশুক || গিয়র্গি গাভ্রিলভ-এর কবিতা

বুলগেরিয়ার নতুন কবিতা
রুদ্র কিংশুক
গিয়র্গি গাভ্রিলভ-এর কবিতা


গিয়র্গি গাভ্রিলভ (Georgi Gavrilov, 1991) বুলগেরিয়ার নতুন প্রজন্মের কবি-প্রতিনিধি। সোফিয়া ইউনিভার্সিটি থেকে তিনি পদার্থবিদ্যার পাঠ নিয়েছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ:
Paperboard Ship Diary 2015
Pieta 2016
The Blue Hours 2019
গাভ্রিলভ Scribens Publishing House -এর প্রতিষ্ঠাতা। তাঁর কবিতা স্প্যানিশ,অ্যারাবিক, টার্কিস এবং জার্মান ভাষায় অনূদিত। তাঁর কবিতা বেশ কয়েকটি জাতীয় পুরস্কারে পুরস্কৃত।

***
১.

প্রতিটি সেতুর নীচে
 তুমি লাফিয়ে পড়ো
জীবন থেকে অন্য কেউ
***
২.
বসন্ত

 একাকীত্ব
 তোমার নিজের কথা ভাবা

 যখন আমি মেঘের কথা ভাবি
আমি মেঘ হয়ে উঠি
আর নিজের কথা ভাবি আবার

এভাবে আমি চিরতরে নিঃসঙ্গ হই হই
কিন্তু এখন মেঘের মতো

***
৩.
শীতকাল

জীবন গলে যাওয়া বরফ
 এক দৈত্যের সর্বছোঁয়া হাতের উষ্ণতায়
এতটাই নীরব যখন বরফ পড়ছিল এবং ঢেকে দিচ্ছিল সবকিছু
আর দুর্গগুলোকে লাগছিল আরো বেশি দূর্গের মতো
হৃদয়কে আরো বেশি হৃদয়ের মতো

 আমার বলা উচিত নয়
সব কিছুর আছে অপেক্ষা
মাঠের প্রতিধ্বনিতে

জীবন বরফের গলে যাওয়া
 দৈত্যের হাতের উষ্ণতায়
কিন্তু তোমার কি মনে পড়ে বরফ পড়ছিল
 উঁচু হচ্ছিল আর আর খুব নীরব ছিল চারধার

 এত নীরব
যে কীভাবে আমরা দেখলাম না
 কিছু কথা না বলা থেকে গেছে
***
৪.
হেমন্ত

রেলপথ আর খবর কাগজের সময়
পাতার হলুদ বিষন্নতা
 সিগারেটের
জ্বলন্ত তামাকে

তোমার আত্মীয় আর আর পরিবারকে
 দূর থেকে শোনা
তাদের বুকের গর্জন
যেন হেমন্তের জন্ম সেখানেই

 বিষন্ন আনন্দে নিজেকে আশ্বস্ত করা
যে তাদের ক্ষেত্রেও একই
জীবন বড্ডো লম্বা
মনের মধ্যে সর্বদা একথা জেনে
কত ছোট সে জীবন জীবন

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...