শনিবার, ২৫ জুলাই, ২০২০

নারী যেমন পুরুষ || বিশ্বজিৎ দাস || কবিতা

নারী যেমন পুরুষ
বিশ্বজিৎ দাস

তোমাকে গ্রহণ করি বিষাদের গায়
অর্জিত লাবণ্য যেন হঠকারী পায়

কি হবে এমন
আলো
বাতাসের বুকে
কি দুঃখ নেভানো ছক, কি আনন্দ সুখে?

একদিন রক্তের কাছে সব চলে যায়
চেহারা রঙিন হলে
পাপড়ি ঝরে; হায়!

পুরুষের...

রূপ নেই, কে বলেছে; সেও 
তো
যৌনশিকারী, মুখে বলছে হাত ধরো!

২টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...