Wednesday, July 8, 2020

বেরিয়ে আসার মাঝে || বিশ্বজিৎ দাস || কবিতা

বেরিয়ে আসার মাঝে
বিশ্বজিৎ দাস

নিরুত্তাপ সম্পর্কে একটা দেশলাই জ্বেলে
চলে যায় একজোড়া আয়নার ছবি

ভীষণ আলাপের মাঝে আধো ফ্যাকাসে
এইসব গলার নলি ওঠে নামে
                      ব্যক্তিগত ছায়ায়!

তারপর পা ছেড়ে মাথা তুলে যে যার
দমকা হাওয়ায় আসে পাপড়ি তুলে...

এভাবে হৃৎপিণ্ডের ভিতরে বসে থাকা
সমস্ত আপেল আর সাই বাবলার ঘ্রাণ

বের করে আনে মাংসল রঙে

কতকিছু ফেলে ফেলে;
এই বাজনার

ধ্বংসাবশেষ দেখো অচিত্র জানালায়!

1 comment:

বিশ্বজিৎ || ঘোড়া || কবিতা

  বিশ্বজিৎ ঘোড়া তুমি বরাবর শিক্ষা নিতে ভালবাসো।শিক্ষার ভেতরেও একটা শিক্ষা থাকে।অচেনা গলির ঘ্রাণ... রক্ত আছে মাংস আছে তুমিও বোঝ নদী কীভাবে বা...