তাড়া নেই
অমিত কাশ্যপ
এখন আর তাড়া নেই, নিশ্চিত জীবন ভাবতে
গলার কাছে কি যেন জমা হয়
প্রতিবেশী, পরিজন, সব
ভালো আছে তো
প্রভাতবাবু সকালে ভ্রমণে বেরন, অনিমেষবাবুও
এখন আর যান না, বাজারে দেখা হত কমলবাবু সঙ্গে
হয় না, সব কেমন আছেন, জানা নেই
আমি কি ভালো আছি
প্রশ্ন জাগে, এক মহাপরিবর্তনের সূত্রপাত
নাকি, মহাপ্রলয় আসন্ন
অমিত কাশ্যপ
এখন আর তাড়া নেই, নিশ্চিত জীবন ভাবতে
গলার কাছে কি যেন জমা হয়
প্রতিবেশী, পরিজন, সব
ভালো আছে তো
প্রভাতবাবু সকালে ভ্রমণে বেরন, অনিমেষবাবুও
এখন আর যান না, বাজারে দেখা হত কমলবাবু সঙ্গে
হয় না, সব কেমন আছেন, জানা নেই
আমি কি ভালো আছি
প্রশ্ন জাগে, এক মহাপরিবর্তনের সূত্রপাত
নাকি, মহাপ্রলয় আসন্ন
খুব ভাল লাগল ।সহজ সুন্দর ভাল।
উত্তরমুছুন