গ্রিসের নতুন চিন্তা-চেতনার কবিতা
রুদ্র কিংশুক
থানোস গোগোস- এর কবিতা
থানোস গোগোস (Thanos Gogos, 1985)-এর জন্ম গ্রিসের লারিসা শহরে। তিনি Thraka নামক একটি সাহিত্যপত্রিকা ও প্রকাশনার প্রতিষ্ঠাতা। এ পর্যন্ত প্রকাশিত তাঁর দুইটি কবিতাগ্রন্থ ফেয়ার প্লে গ্রাউন্ড দুইটি কবিতাগ্রন্থ ফেয়ার প্লে গ্রাউন্ড কবিতাগ্রন্থ ফেয়ার প্লে গ্রাউন্ড (২০১৩) এবং গ্লাসগো (২০1৪)। তাঁর কবিতা ক্রোয়েশিয়ান ইংরেজি রুশ এবং স্লোভেনিয়ান ভাষায় অনূদিত হয়েছে।
১.
আনুপূঙ্খিক তবুও অস্মরণীয়
ঈশ্বর
যোনি-ছাপ
নরম
নীল
শব্দ
যখন তিনি ভেলকিতে তৈরি করেন
রাতের ভেতর
লোহা
ঈশ্বর
মুখোশপরা
প্রতিশোধকারী
ভালোবাসা ও তোমার যুক্তিহীনতা
"কাঠঠোকরার থেকে মুক্তি"
তিনি
প্রচলিতমত বিরুদ্ধ
আমার চিরস্থায়ী অ্যালুমিনিয়াম দাঁত
লিঙ্গবোধহীন
যখন তারা উলঙ্গ সময়কে কাটাছেঁড়া করে
আর তুমি বেপরোয়াভাবে তাকে আঁকড়ে ধরো
ঈশ্বর থাকেন
আত্মরোপিত
উৎপাদনের সম্পূর্ণ পরীক্ষায় প্রস্তুত প্রস্তুত
২.
কবিতা ১
কঠিনতম বুক
ছোট্ট ফুল থেকে নির্মিত
যা কিছুই তুমি এখন ভাঙো তার উপর তার উপর
সে ছড়াবে
কেবল
বরফ
৩.
কবিতা ২
আমাদের এখন এত বেশি বেশি বলার আছে
আমরা পাথর ধরে আছি
আর আমরা ভিড়ের ভেতর গাড়ি চালাই
হারানো রাস্তা, তুমি চালাকি করো
যা কিছু এখন আছে তুমি তার সব
তুমি ধরো আমি বলি আমি ছুঁড়ি আমি হাসি
আর আমি হেসেই চলি
যদিও তুমি অন্য জায়গায় চলে যাও
৪.
কবিতা ৩
তুমি এক হাতে ধরেছিলে ছিলে ছিলে ধরেছিলে ছিলে ছিলে ছোট্ট মেয়েটিক
অন্যহাতে আমাকে
আর আমি ধরেছিলাম
গাছপালা
জলাশয়
পশুপাখি
সারাটা শীত ধরে শীত ধরে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন