সোমবার, ২৭ জুলাই, ২০২০

আটপৌরে কবিতা ৫২৬- ৫৩০ || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ

আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার



৫২৬

আতঙ্কবাদী/  ধ্বংসকারী/  জঙ্গি
       ) দেশদ্রোহী  (
তকমা তাদের দেয় দেশ ।

৫২৭

পারদর্শী/  জ্ঞানী/  বিজ্ঞ
     )  ওস্তাদ  (
চিনতে হয় তার দক্ষতায়।

৫২৮

বেপরোয়া/  বেআক্কেলে  / বেখাপ্পা
      ) পাগল  (
এক কথায় বলে ওঠে সকলে ।

৫২৯

নিম্ন/  উচ্চ/ শীর্ষ
   ) আদালত  (
গুরুত্ব বিশেষে এগোতে হয় ।

৫৩০

সুখী/  অসুখী/  অপূর্ণ
    ) জীবন  (
এক জনমেই দেখা হয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...