মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

আটপৌরে কবিতা ৪২৬-৪৩০ || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ

আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার


৪২৬

ল্যাংচা/ সীতাভোগ/মিহিদানা
        ) বর্ধমান  (
মিষ্টি সৃষ্টিতে অনন্য মহান ।

৪২৭

ল্যাংড়া/  ফজলি / হিমসাগর
        ) আম (
ফলানো কঠিন খেতে মজা ।

৪২৮

শব্দ/ বায়ু/ জল
   ) দূষণ  (
সর্বংসহা পৃথিবী তবু সজীব ।

৪২৯

যন্ত্র/ পরীক্ষা/ আবিষ্কার
   ) গবেষণাগার  (
সফলতা পেটেন্ট কারবার যশ।

৪৩০

স্বৈরতন্ত্র / গণতন্ত্র/ সমাজতন্ত্র
         ) রাষ্ট্র (
গড়ে ওঠে রাষ্ট্র যন্ত্রে ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...